গাইবান্ধাগোবিন্দগঞ্জ

গোবিন্দগঞ্জে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারী কলেজ মাঠে মাদক বিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এ মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) আব্দুস সবুর মন্ডল পিএএ।

এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান,পৌর মেয়র মুকিতুর রহমান রাফি,রংপুর বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মাসুদ হোসেন,উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদের সভাপতিত্বে অন্যান্য অতিথির মধ্যে গোবিন্দগঞ্জ সরকারী কলেজের ভাঃ অধ্যক্ষ বসির আহমেদ, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান,গোবিন্দগঞ্জ সরকারী কলেজের সহকারী অধ্যাপক ড. শাহ সুলতান তালুকদার,সহকারী অধ্যাপক নুর হোসেন নান্নু,সহকারী অধ্যাপক জামিল হোসেন,প্রেসক্লাবের সভাপতি গোপাল মহন্ত,প্রভাষক নূর মোহাম্মদের সঞ্চালনায় শিক্ষক,বিভিন্ন মিডিয়ার সাংবাদিক,ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

Back to top button