গোবিন্দগঞ্জে মাদক পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পিএএ, মহাপরিচালক(অতিরিক্ত সচিব) আব্দুস সবুর মন্ডল।
এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদেকুর রহমান,পৌর সভার মেয়র মুকিতুর রহমান (রাফি), র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান, উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় উপজেলা ভাইস- চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু,গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান,মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ সহ অন্যরা উপস্থিত ছিলেন।