গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৃহস্পতিবার (১৭মার্চ) দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সকালে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা আওয়ামীলীগের দলীয় কার্যালয়, মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। এরপর উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ কার্যালয়ে কেক কর্তন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী। গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আযোজনে উপজেলা পরিষদ হলরুমে কেক কর্তনের পর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেনের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন অফিসার জহিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও সাবেক সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান চৌধুরী।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বেলাল হোসেন, থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম আজাদ, মহিলা কলেজের অধ্যক্ষ আহসান হাবিব প্রিন্স, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আরম শরিফুল ইসলাম জর্জ. দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ খানুন প্রমুখ। এরপর রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অপরদিকে, উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আতাউর রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।