গাইবান্ধাগোবিন্দগঞ্জ

গোবিন্দগঞ্জে ফাঁকা রাস্তায় প্রাণ গেল দুই যুবকের

ফাঁকা সড়কে প্রাণ গেল দুই মটর সাইকেল আরোহীর। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সারাই নামক স্থানে শুক্রবার সকাল ৯ টায় দিকে এদুঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সাপমারা ইউনিয়নের খামারপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে আব্দুস সালাম (২৩) নিহত হয়। গুরুতর আহত পন্ডিতপুরের ফেরদৌসের ছেলে ফরিদুল ইসলাম(২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

এলাকাবাসী জানায়, গোবিন্দগঞ্জ রাজাবিরাট সোজা ফাঁকা রাস্তায় অতিরিক্ত গতিতে মটর সাইকেল চালিয়ে আসছিলো সাইদুর ও ফরিদুল। গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে মটর সাইকেলের ধাক্কা লেগে তাদের মৃত্যু হয়।

বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক সাইদুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, ফাঁকা রাস্তায় অতিরিক্ত গতিতে মটর সাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তাদের মৃত্যু হয়েছে।

Back to top button