গাইবান্ধাগোবিন্দগঞ্জ

গোবিন্দগঞ্জে আদিবাসীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী’র উপহার শীতবস্ত্র বিতরণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আদিবাসী শীতার্ত অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে।

আজ ২৭ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার সাপমারা ইউনিয়নের মাদারপুর, জয়পুর আদিবাসী পাড়া এবং সাপমারা গ্রামের ১০০টি দুস্থ পরিবারের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল শীতবস্ত্র কম্বল বিতরণ করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন।

এসময় তিনি সাংবাদিকদের জানান, ‘শীতে কোন মানুষ যেন কষ্ট না পায়, সেই লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরযায়ক্রমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার শীতবস্ত্র দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে বিতরন করা হবে।’ এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ

Back to top button