গাইবান্ধাগোবিন্দগঞ্জ

গোবিন্দগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক

দীর্ঘ অতিমারির অনাঙ্খাখিত বিরতির পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে রোববার। এতে ঘরবন্দী থাকা শিক্ষার্থীরা যেন হাঁফ ছেড়ে বাঁচলো। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রথম দিনের শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো সন্তোষজনক। বহুদিন পরে সহপাঠীদের সাথে দেখা হওয়ায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। স্বাস্থ্যবিধি পালনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তৎপড়তা ছিলো চোখে পড়ার মত।

উপজেলার সরদারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রবেশের পথে শিক্ষার্থীদের ইনফ্রারেড থার্মোমিটারে তাপমাত্রা মাপার ব্যবস্থা করা হয়েছে। বিদ্যালয়ে পর্যাপ্ত হ্যান্ডসানিটাইজার ও সাবান পানির ব্যবস্থা রাখা হয়েছে। যে সব শিক্ষার্থী মাস্ক পড়ে আসেনি তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। একই রকম চিত্র ছিল উপজেলা প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।

দীর্ঘ বিরতির পরের প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে পড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরে যায় বিদ্যালয়। অনেক শিক্ষার্থীকে দেখা গেছে উচ্ছাস করতে। উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের মাছে স্বাস্থ্য সচেতনতাও দেখা যায়।

Back to top button