গাইবান্ধাগাইবান্ধা সদর

গাইবান্ধা জেলা হাসপাতালে র‌্যাবের অভিযানে দালাল চক্রের আট সদস্য আটক

গাইবান্ধা জেলা হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের আট নারী সদস্যকে আটক করেছে র‌্যাব-১৩ গাইবান্ধা। মঙ্গলবার (০৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত গাইবান্ধা জেলা হাসপাতালে র‌্যাব ১৩ এ অভিযান চালায়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাসহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। এ অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব-১৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান।

গাইবান্ধা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজির হোসেন জানান, আটককৃত দালাল চক্রের সদস্যরা সরকারী হাসপাতাল থেকে রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পরিক্ষা-নিরিক্ষার জন্য নিয়ে যেত। তারা মূলত সরকারী হাসপাতালে রোগী সংগ্রহের জন্য ডায়াগনষ্টিক সেন্টারের নিয়োগকৃত এজেন্ট হিসেবে কাজ করেন। দালাল চক্রের ৮ নারী সদস্যকে হাতে নাতে তথ্য প্রমানসহ আটক করে করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়। এ অভিযান চলমান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Back to top button