গাইবান্ধাগাইবান্ধা সদর

গাইবান্ধায় ২৪ মামলায় ১৩ হাজার টাকা জরিমানা

গাইবান্ধায় লকডাউনের দশম দিনে বিধিনিষেধ অমান্য করায় ২৪ মামলায় ১৩ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১ আগস্ট) রাতে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

জেলার প্রত্যেক উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এসময় মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করায় ২৪ মামলায় ১৩ হাজার ৪০০ টাকা জরিমানা করে।

এ অভিযান চলাকালে জনসচেতনতা সৃষ্টি করাসহ জেলা প্রশাসনের পক্ষ হতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, কোভিড-১৯ প্রতিরোধে লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

Back to top button