গাইবান্ধাগাইবান্ধা সদরজাতীয়

গাইবান্ধায় ১৩ ইউপিতে ভোটগ্রহন চলছে

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দ্বিতীয় দফায় গাইবান্ধার সদর উপজেলার ১৩ টি ইউনিয়নে ভোটগ্রহন চলছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮ টা থেকে ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।

উপজেলার খাঃ বোয়ালী মোড়লেরচর সরকারি বিদ্যালয়ে কেন্দ্রে দেখা যায় ভোট প্রদানের চিত্র। এ কেন্দ্রে মোট ভোট সংখ্যা রয়েছে ২ হাজার ৭০০ টি।

জানা যায়, উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ৯০৮ জন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী, ৭৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য ২৪৯ জন এবং সাধারণ সদস্য পদে ৫৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এসব তথ্য নিশ্চিত করে গাইবান্ধা সদর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ জানান, এ নির্বাচনে মোট ৩ লাখ ৪ হাজার ১৪৬ ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন।

গাইবান্ধা পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে আইন শৃক্সখলা বাহিনী মোতায়েন ও অন্যান্য টিমসহ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সবসময় ভ্রাম্যমান টিম টহল অব্যাহত থাকবে।

Back to top button