গাইবান্ধায় ‘হৃদয়ে একাত্তর’ মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক সংকলনের প্রকাশনা অনুষ্ঠান

আমাদের মুক্তিযুদ্ধ বিশ্ববাসীকে আলোড়িত করেছিল, জাগিয়ে তুলেছিল তাদের বিবেককে। মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মকে অনুভব করতে শেখাবে মুক্তিযুদ্ধের সমগ্রতা। আর এই উপলব্ধি থেকেই সংস্কৃতিকর্মী ও মুক্তিযুদ্ধ গবেষক জহুরুল কাইয়ুম গ্রন্থনা ও সম্পাদনা করেছেন মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক সংকলন ‘হৃদয়ে একাত্তর’।
শুক্রবার (১ এপ্রিল) সকালে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘হৃদয়ে একাত্তর’-এর সপ্তম সংখ্যার প্রকাশনা অনুষ্ঠান। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান। বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা ওয়াসিকার মো. ইকবাল মাজু, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, মুক্তিযুদ্ধে শহিদ মাহাবুবার রহমান জাহাঙ্গীরের পুত্র রওশন আলম, শহিদ প্রকাশ চক্রবর্তীর পুত্র প্রবীর চক্রবর্তী ও শহিদ বিজয় কুমার রায়ের পুত্র রামকৃষ্ণ রায়কে সাথে নিয়ে ‘হৃদয়ে একাত্তর’-এর সপ্তম সংখ্যার মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক।
১০ লেখকের লেখায় সংকলনটিতে স্থান পেয়েছে একাত্তরের মার্চের ঐতিহাসিক ঘটনাবলী, মুক্তিযুদ্ধের স্মৃতিচারন, একাত্তরের মার্চে গাইবান্ধার নানা ঘটনার দিনলিপি, শহিদগণের তথ্যাবলীসহ মুক্তিযুদ্ধের ইতিহাস ও গুরুত্বপূর্ণ দলিল। সংকলনটির সম্পাদনা পরিষদের সদস্য হিসেবে ছিলেন এম. আবদুস সালাম ও প্রবীর চক্রবর্তী। ৪২ পৃষ্ঠার সংকলনটির প্রচ্ছদ ও পৃষ্ঠাসজ্জা করেছেন কায়সার রহমান রোমেল। ‘হৃদয়ে একাত্তর’- সপ্তম সংখ্যার মূল্য রাখা হয়েছে পঞ্চাশ টাকা।
জেলা প্রশাসক মো. অলিউর রহমান তার বক্তব্যে বলেন, ‘হৃদয়ে একাত্তর’ আমাদের অতীতে নিয়ে যায়। এই সংকলনটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গাইবান্ধার ইতিহাস তুলে ধরা হয়েছে। এই ইতিহাসগুলি নতুন প্রজন্মের কাছে আমাদের অতীতকে উপলব্ধি করতে সহায়তা করবে।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর সংকলনটির সম্পাদকের স্বাগত বক্তব্য শেষে মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি করেন আবিদ আওসাফ নীলাভ, মেঘলীনা দ্যুতি ও সাদিয়া রহমান সন্ধি। পরে জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে ও সাংবাদিক গৌতমাশীষ গুহ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন রাজনীতিবিদ আমিনুল ইসলাম গোলাপ, ক্রীড়া সংগঠক ওয়াজিউর রহমান রাফেল, বধ্যভূমি সংরক্ষণ কমিটি গাইবান্ধার আহবায়ক জিএম চৌধুরী মিঠু ও সংস্কৃতিকর্মী শিরিন আক্তার। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে গাইবান্ধার ইতিহাসভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী একাত্তরের সংগ্রাম ও বিজয়ের মুহূর্তগুলোকে জীবন্ত করে তোলে।
প্রকাশনা অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।