গাইবান্ধায় ‘হাত ধোয়া’ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে গাইবান্ধায় স্কুল শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করে রেডিও সারাবেলা।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেডিও সারাবেলা উপদেষ্টা কমিটির সভাপতি ও গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদেকুর রহমান। সারাবেলার সিনিয়র স্টেশন ম্যানেজার মাহফুজ ফারুকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজওয়ান হোসেন এবং গাইবান্ধা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ওয়াসেক রহমান তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে সাদেকুর রহমান বলেন, ‘আমরা যদি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জন করতে চাই তাহলে হাত ধোয়ার উপর নজর দিতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ রেজওয়ান হোসেন বলেন, ‘হাতে জীবাণু থাকলে খাবারের মাধ্যমে শরীরে জীবাণু প্রবেশ করে আমরা অসুস্থ হয়ে পড়ি। এ জন্য খাওয়ার আগে সাবান দিয়ে ২০ সেকেন্ড ধরে ভাল করে হাতধোয়া প্রয়োজন।’
ডা. ওয়াসেক রহমান তালুকদার বলেন, ‘নিজেকে সুস্থ রাখতে হলে পরিস্কার থাকতে হবে। তাই হাত ধোয়া চর্চা অব্যাহত রাখতে হবে। সেইসাথে যেখানে সেখানে থুথু ফেলা বন্ধ করতে হবে।’
সভাপতির বক্তব্যে মাহফুজ ফারুক বলেন, ‘স্যানিটেশন তথা হাত ধোয়ার গুরুত্বকে সবার মাঝে ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে আমরা সকলের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে চাই।’
কুইজ প্রতিযোগীতায় ৫ জন বিজয়ী হলেন যথাক্রমে- নাকাইহাট বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. আবু সায়েম, গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ইফতি হাসান অদিতা, নিউটন প্রিপারেটরি স্কুলের শিক্ষার্থী মোছা. নুসরাত জাহান লামিয়া, নাকাইহাট গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মোছা. মোস্তারিন মুমু ও গুনভরি দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. রুহুল আমিন।
এসকেএস ফাউণ্ডেশন ও ওয়াটার এইডের সহযোগিতায় অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতা শেষে ৫ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিরা। এছাড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ৫৫ জনের প্রত্যেককে সনদপত্র প্রদান করা