গাইবান্ধায় স্কাউট প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল এর ১৬৫ তম জন্মদিন পালিত

বিশ্ব স্কাউট’স প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনসন লর্ড ব্যাডেল পাওয়েল অব গিলওয়েল (বি.পি) এর ১৬৫ তম জন্মদিন উদযাপন উপলক্ষে গাইবান্ধা জেলা স্কাউট’স ও রোভার স্কাউট এর আয়োজন ২২ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে পৌর পার্ক প্রদক্ষিণ করে গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ সাদেকুর রহমান, বাংলাদেশ স্কাউট দিনাজপুর অঞ্চলের উপ-আঞ্চলিক কমিশনার জনাব,মোঃ সাইফুল ইসলাম,দিনাজপুর অঞ্চলের সহ সভাপতি মিসেস সাহানা বানু, জেলা স্কাউট সম্পাদক মোস্তাফিজুর রহমান, জেলা রোভার স্কাউট সম্পাদক ধীরেশ চক্রবর্তী, জেলার রোভার স্কাউট লিডার তানজিদুর ইসলাম তুহিন, জেলা রোভার কমিশনার জনাব মোস্তফা কামাল, গাইবান্ধা সদর উপজেলা স্কাউট সম্পাদক জনাব মোঃ রেজাউল করিম,সহ বিভিন্ন স্কাউট ইউনিট এর ইউনিট লিডার, স্কাউট ও রোভার স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন।
লর্ড ব্যাডেন পাওয়েল ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি ১৮৭৬ সালে সেনাবাহিনীর কমিশন পদে সাব লেফটেন্যান্ট হিসেবে যোগদান করেন। তার তীক্ষè বুদ্ধি ও সামরিক দক্ষতার স্বীকৃতি হিসেবে ২৬ বছর বয়সেই তিনি ক্যাপ্টেন পদ লাভ করেন। পরবর্তীতে বিভিন্ন পর্যায় পেরিয়ে ৪৩ বছর বয়সে বিপি ব্রিটিশ সেনাবাহিনীর সর্বকনিষ্ঠ মেজর জেনারেল হন। হাজার ৯৬০ সালে এবিপি ইন্সপেক্টর জেনারেল পদ থেকে চাকুরী জীবনের সমাপ্তি টানেন। এরপর তিনি বয় স্কাউটসের গোড়াপত্তনের কাজে বিশেষ মনোযোগী হন।
সেই লক্ষ্যে ১৯০৭ সালে লন্ডনের পোর্ট হারবারে অবস্থিত ব্রাউন্সী দ্বীপে পরীক্ষামূলক প্রথম স্কাউট ক্যাম্পের আয়োজন করেন তিনি। এ ক্যাম্পই বিশ্বের প্রথম স্কাউট ক্যাম্প বলে পরিচিত। লর্ড ব্যাডেন পাওয়েল এই স্কাউটের গোড়াপত্তন করেন বলে তিনি স্কাউটের জনক বলে পরিচিত। ১৯৭২ সালে ঢাকায় বাংলাদেশ স্কাউট সমিতি গঠন করা হয়। পরবর্তীতে ১৯৭৮ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ স্কাউটস।