গাইবান্ধায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফল উৎসব অনুষ্ঠিত

গাইবান্ধায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জুম বাংলাদেশ স্কুলে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুন) সকালে শহরের রেলস্টেশন প্ল্যাটফর্ম চত্বরে এ উৎসবের আয়োজন করে জুম বাংলাদেশ। উৎসবে জুম বাংলাদেশ স্কুলের ৬০ জন সুবিধাবঞ্চিত শিশু অংশ নেয়। আম, কলা, লিচু, আনারস, পেয়ারা সহ দেশি বিভিন্ন সুস্বাদু ফল দিয়ে সাজানো হয় এ উৎসব।
এতে অংশ নেন গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোঃ সাদেকুর রহমান , জুম বাংলা ইয়ুথ ফাউন্ডেশন এর সহ-সভাপতি জেরিন সুলতানা, কবি সরোজ দেব, সমাজসেবক ও ব্যবসায়ী সোহাগ মৃধা, মুশফিকুর রহমান জিয়া, জুম বাংলা ইয়ুথ ফাউন্ডেশন এর প্রধান সমন্বয়ক রাজিব সরকার, সমন্বয়ক মোঃ মেহেদী হাসান, এনটি স্মরণ ও স্বেচ্ছাসেবকরা।
জুম বাংলাদেশ এর সমন্বয়ক মেহেদী হাসান জানান, ঝরে পড়া, সুবিধাবঞ্চিত শিশুদের প্রিয় পাঠশালা হয়ে উঠছে জুম বাংলাদেশ স্কুল। শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দিতে গাইবান্ধায় গত ৫ বছর ধরে পরিচালিত হচ্ছে স্কুলটি। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রমে অর্ধশতাধিকদের বেশি শিশুদের পাঠদান করে থাকেন। এসব শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার উদ্দেশে কাজ করে যাচ্ছেন তারা।