গাইবান্ধাগাইবান্ধা সদর

গাইবান্ধায় সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি সভা

গাইবান্ধা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার কথা জানিয়েছেন নবাগত জেলা প্রশাসক মো. অলিউর রহমান। গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণের পর শনিবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে পরিচয়কালে তিনি এ কথা বলেন।

২৪তম বিসিএস-এ উত্তীর্ণ মো. অলিউর রহমান এরআগে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। আধুনিক ও উন্নত গাইবান্ধা জেলা গড়ার প্রত্যয় নিয়ে নবাগত জেলা প্রশাসক তার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এ পরিচিতি সভায় মিলিত হন।

সভায় জেলা প্রশাসক বলেন, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীতে যমুনার তলদেশে টানেল নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। গাইবান্ধাবাসী আগামী দিনগুলোতে এর সুফল ভোগ করবে। জেলায় ইপিজেড চালু হলে গাইবান্ধা হবে উরাঞ্চলের অন্যতম উন্নত সমৃদ্ধ জেলা।

গাইবান্ধা জেলার উন্নয়নে সাংবাদিকদের কাছ থেকে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী বিভিন্ন উন্নয়ন প্রস্তাবনা গ্রহণ করেন জেলা প্রশাসক। এইসব পরিকল্পনাকে ভিত্তি করে আগামীতে গাইবান্ধার উন্নয়নে কাজ করবেন বলে জানান তিনি।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদেকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রাফিউল আলম, সাংবাদিক গোবিন্দলাল দাস, কে.এম রেজাউল হক, সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, আবেদুর রহমান স্বপনসহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সকল সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Back to top button