গাইবান্ধাগাইবান্ধা সদর

গাইবান্ধায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীর সন্তানদের বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গাইবান্ধায় সরকারি কর্মকর্তা ও কর্মচারী তাদের সন্তানদের জন্য ৯ম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জেলা পর্যায়ে স্থানীয় ইসলামিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ মার্চ) দুপুরে প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান, পরিসংখ্যান বিভাগের উপ-পরিচালক মো. এনামুল হক, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিন, সহকারি কমিশনার রেজাউল ইসলাম, সহকারি কমিশনার মৌমিতা গুহ ইফা ও সহকারি কমিশনার ইফতেকার রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

প্রতিযোগিতায় ৩২টি ইভেন্টে সরকারি কর্মকর্তা ও কর্মচারীর ২০০ ছেলে-মেয়ে অংশ নেয়।

Back to top button