গাইবান্ধায় সনাক এবং টিআইবি কর্তৃক মাসব্যাপী তথ্য অধিকার আইন বিষয়ক ক্যাম্পেইন

নাগরিকদের তথ্য জানার অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে মাসব্যাপী ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক), গাইবান্ধা এর সহায়তায় ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের উদ্যোগে গতকাল জেনারেল হাসপাতাল চত্ত্বরে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণে ক্যাম্পেইন পরিচালিত হয়।
ক্যাম্পেইন কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেনারেল হাসপাতাল গাইবান্ধার তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মাহবুব হোসেন, সনাক গাইবান্ধার স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক ডাঃ নুরুজ্জামান আহমেদ, সনাক সদস্য আফরোজা বেগম লুপু, জিয়াউল হক কামাল , এ.এস.এম নাহিদ হাসান চৌধুরী সহ হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসার ও ইন্টার্ন ব্রাদার ও সিষ্টারগন ।
ক্যাম্পেইনে সেবাগ্রহণকারীদের সচেতনতা বৃদ্ধি এবং তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণে সহায়তা করেন ইয়েস সদস্য মেহেদী হাসান, সানজিদা খন্দকার, হাসি আক্তার, সোলেমান আলী, মাজেদ, ফিরোজ, মনিরুজ্জামান এবং সানজিদ। ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতা করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ মাসুদ রানা ।
তরুন শিক্ষার্থী, বিভিন্ন পেশাশ্রেণির মানুষ এবং সেবাগ্রহনকারীদের তথ্য চেয়ে আবেদন করার আগ্রহ তৈরি করাই ক্যাম্পেইনের লক্ষ্য । সেবাগ্রহণকারীদের মাঝে তথ্য অধিকার আইন-২০০৯ সর্ম্পকে ধারনা, তথ্য অধিকার আইন-২০০৯ এর আলোকে তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ সর্ম্পকে জানতে পেরে সেবাগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।