গাইবান্ধায় সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

গত ২ এপ্রিল, শনিবার বিকেলে গাইবান্ধার উত্তর ধানঘড়ায় যুব নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, হাইজিনেশন, পরিবার পরিকল্পনা সেবা ও প্রাথমিক স্বাস্থসেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ইয়ুথ এনগেজমেন্ট সাসটেইনেবিলিটি, বাংলাদেশ- গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে ফ্যাসিলিটেটর হিসেবে সেশন পরিচালনা করেন ইয়েস বিডি’র জেলা ভলান্টিয়ার রিফাত আক্তার।
কর্মসূচিতে কিশোরী ও যুবনারীদের প্রজনন স্বাস্থ্য, জেন্ডার সমতা, পারিবারিক সহিংসতা, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, প্রাথমিক স্বাস্থ্য বিধি, দৈনন্দিন পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে অংশগ্রহণকারীদের ধারনা দেয়া হয়।
পরে আলোচ্য বিষয়ের আলোকে অংশগ্রহণকারীদের কুইজ ভিত্তিক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এসময় সঠিক উত্তরদাতা বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
উঠান বৈঠকে কিশোরী, নববিবাহিতা ও অভিভাবকসহ ৩০ জন অংশগ্রহণ করেন। সেশন শেষে সকল অংশগ্রহণকারীদের মাঝে হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন ইয়েস বাংলাদেশ গাইবান্ধা এর সদস্য মোঃ সাকু মিয়া, তাওহীদ তুষার, মোহনা খাতুন, ববি খাতুন, মুসলিমা আক্তার।