গাইবান্ধাগাইবান্ধা সদর

গাইবান্ধায় শুভ আগমনে সাবেক জেলা প্রশাসককে সৃজনশীল গাইবান্ধা’র ফুলেল শুভেচ্ছা

গাইবান্ধার সাবেক জেলা প্রশাসক জনাব গৌতম চন্দ্র পাল স্যার, যুগ্মসচিব ও মাননীয় মন্ত্রীর একান্ত সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্যার এর সহধর্মিণী মুক্তি বসাক ম্যামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। যিনি অল্প সময়ে জেলা প্রশাসনের সাথে প্রিয়জন হয়ে উঠে ছিলেন গাইবান্ধার সর্বস্তরের মানুষের কাছে।

গাইবান্ধায় শুভ আগমনে আজ সন্ধ্যায় সার্কিট হাউসে “সৃজনশীল গাইবান্ধা”র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সবসময় ভাল থাকবেন। আপনাদের পেয়ে আমরা আজ খুবই অনেক আনন্দিত।

গৌতম চন্দ্র পাল স্যার গাইবান্ধা জেলাকে স্মৃতিচারণ করেন গাইবান্ধা জেলাকে তিনি কখনও ভুলবেন না। অনেক ব্যস্ততার মাঝেও গাইবান্ধা জেলার কথা সর্বস্তের মানুষের কথা সব সময় মনে পড়ে। গাইবান্ধা জেলায় আসবো এমনটা মনে হলে আমার মনে হয় আমি আমার জন্মভূমিতে ফিরে যাচ্ছি। এতোটা আনন্দ লাগে যা কখনও বলে বোঝাতে পারবো না। আমি গাইবান্ধা জেলার মানুষের ভালোবাসায় সিক্ত। আমার পরিবার গাইবান্ধা জেলাবাসীর কাছে চিরকৃতজ্ঞ।

গাইবান্ধা জেলার জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। আগামীতে যেন মডেল গাইবান্ধায় রূপ নেয়। এই প্রত্যশা।

Back to top button