গাইবান্ধায় শিশু প্রতিনিধিদের সাথে জেলা প্রশাসকের সভা অনুষ্ঠিত

গত ২০ এপ্রিল, বুধবার জাতীয় পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কার্যনির্বাহী কমিটির এপ্রিল মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের ২য় তলায় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এনসিটিএফ গাইবান্ধা জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক কে.এইচ. খান রোহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদেকুর রহমান।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যগণ উক্ত সভায় অংশগ্রহণ করেন। সাধারণ সম্পাদক তাওফিক ওমর হিমন ও সহ-সভাপতি নুসরাত জাহান লামিয়া এর সঞ্চালনায় সভায় সভাপতি উপস্থিত সকল সদস্যগণকে শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন।
সভায় জেলা প্রশাসকের অবগতির জন্য এনসিটিএফ এর জেলা পর্যায়ের কার্যক্রম ও বার্ষিক কর্মপরিকল্পনা সম্পর্কে পাওয়ার পয়েন্টে উপস্থাপনা করা হয়।
জেলা প্রশাসক এনসিটিএফ এর কার্যক্রমকে স্বাগত জানান ওবং সামনের দিন গুলোতে আরো ভালো কর্মসূচি গ্রহণের মাধ্যমে নারী-শিশু অধিকার বাস্তবায়ন, এসডিজি ও সরকারি নির্বাচনী ইসতেহারে শিশুদের বিষয়গুলো নিয়ে কাজ করার আহবান জানান। এছাড়াও তিনি জেলা পর্যায়ে এ্যাডভোকেসি কার্যক্রম যেমন- চাইল্ড পার্লামেন্ট অধিবেশন, মুখোমুখি সংলাপ, মতবিনিময় সভা আয়োজনেে বিষয়ে গুরুত্বারোপ করেন।
এসময় সভায় উপস্থিত সকল সদস্যগণের মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত সমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো- সরকারি শিশু পরিবার (বালক ও বালিকা) পরিদর্শন ও শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, ০৭ টি স্কুলে পরিদর্শন, সদস্য সংগ্রহ ও শিশ সুরক্ষা বিষয়ক স্কুল কমিটি গঠন, ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন জামা উপহার প্রদান, শিশু অধিকার পরিস্থিতি যাচাইয়ের জন্য জরিপ কার্যক্রম।
সভায় আরো উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ তুষার, এনসিটিএফ এর যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসী আঁখি, শিশু গবেষক শেখ আনাস আহম্মেদ সাদ, চাইল্ড পার্লামেন্ট মেম্বার মাহিয়া তাওফিকা নিহা, আসফিকুর রহমান আসিফ, শিশু সাংবাদিক নিশাত সালসাবিল তুবা, উপদেষ্টা সৈয়দা সামিহা জাহান প্রাপ্তি, কার্যনির্বাহী সদস্য শাহরিয়ার আদিব, নিউটন স্কুল কমিটির সদস্য যুঁথি আক্তার ও মাহিদুল ইসলাম সরন।