গাইবান্ধা সদরসুন্দরগঞ্জ

গাইবান্ধায় রোগীকল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধা জেনারেল হাসপাতালের রোগীকল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা সোমবার দুপুরে হাসপাতালের নিজস্ব সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা জেনারেল হাসপাতালের রোগীকল্যাণ সমিতি ও হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভা সঞ্চালনা করেন রোগীকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা মো. নাসির উদ্দিন শাহ্। সভাপতিত্ব করেন রোগীকল্যাণ সমিতির সভাপতি ও গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাহবুব হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফজলুল হক। বক্তব্য দেন গাইবান্ধা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো. কামরুল হাসান সরকার, সমাজসেবা কর্মকর্তা (রেজিস্ট্রেশন) মিজানুর রহমান মল্লিক, সাঘাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু মোহাম্মদ সুফিয়ান, গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এস এম তানভীর রহমান।

বার্ষিক সাধারণ সভায় আলোচনায় অংশ নেন রোগীকল্যাণ সমিতির সদস্য গোবিন্দ লাল দাস, আব্দুল লতিফ হক্কানী, লাসেন খান রিন্টু, মুক্তিযোদ্ধা ওয়াসিকার মো. ইকবাল মাজু ও মো. মকছুদার রহমান শাহান, রকিবুল হক চৌধুরী, প্রতাপ ঘোষ, মো. আব্দুর রশিদ, ডা. এ কে এম সামসুজ্জোহা খন্দকার, ডা. মো. রশীদুল হাসান বকুল, ডা. মোছা. তাহেরা আকতার মনি, জিয়াউল হক জনি, মো. শহীদুজ্জামান শহীদ ও মো. এনামুল হক টুটুল প্রমুখ। শেষে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

বার্ষিক সাধারণ সভায় রোগীকল্যাণ সমিতির কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহনের কথা তুলে ধরা হয়। তহবিল বৃদ্ধির মাধ্যমে দুঃস্থ ও অসহায় রোগীদের আর্থিক সেবা বৃদ্ধির জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। দুঃস্থ ও অসহায় রোগীদের সাহায্যার্থে রোগীকল্যাণ সমিতিতে গাইবান্ধা জেনারেল হাসপাতালের সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সদস্য হতে পারবেন ও অনুদান প্রদান করতে পারবেন।

Back to top button