গাইবান্ধায় রমজান মাসজুড়ে বাজার মনিটরিং শুরু

পবিত্র রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে গাইবান্ধায় মাসব্যাপী বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩ এপ্রিল) সকালে গাইবান্ধার পুরাতন বাজারে অভিযানে নামেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো. অলিউর রহমান নেতৃত্ব দেন।
এ সময় বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে ব্যবসায়ীদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখাসহ বিভিন্ন বিষয়ে মনিটরিং করা হয়। এছাড়া রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বিভিন্ন দোকানে মালের মজুদ, পণ্যের গুণগতমান ও বিক্রির রেজিস্টার যাচাই করা হয়। খাবারের হোটেলে খাদ্যে কাপড়ের রং ব্যবহারের অভিযোগে কয়েকটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. রবিউল হাসান, এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এম.এ ফয়েজ উদ্দিন, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেজাউল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মাসুদার রহমান, জেলা মার্কেটিং অফিসার মোয়াজ্জেম হোসেন, জেলা মৎস্য অফিসার মো. ফয়সাল আজম, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হকসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাজারে কৃত্রিম সংকট তৈরি করলে, বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক মো. অলিউর রহমান। তিনি বলেন, রমজান মাসে দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে এই বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। যা রমজান মাসজুড়ে চলমান থাকবে।
ক্রেতাদের কেউ কেউ অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগ করলেও বাজার মনিটরিংয়ের ফলে বেশির ভাগ বিক্রেতাই ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করছেন। মাসব্যাপী বাজার মনিটরিংয়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলাবাসী।