গাইবান্ধাগাইবান্ধা সদর

গাইবান্ধায় যুব দিবস উপলক্ষে যুব ঋণের চেক বিতরণ করেন হুইপ গিনি

‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। সোমবার (০১ নভেম্বর) এ উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মধ্যে ছিলো- আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র ও অনুদানের চেক বিতরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পৌর মেয়র মো. মতলুবর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রাফিউল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাহফুজার রহমান, ডেপুটি কো-অর্ডিনেটর কৃষিবিদ এ.এম খালেদ, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, পশু চিকিৎসক আব্দুর রাজ্জাক, সাবিনা ইয়াসমিন, প্রশিক্ষণার্থী নাজমুন্নাহার, জয়া প্রসাদ, জয়নাল আবেদীন, কৃষ্ণ চন্দ্র রায় প্রমুখ।

অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারি ৫ জনের মধ্যে ২ লাখ ৮০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া কম্পিউটার ও গবাদি পশু পালন সংক্রান্ত প্রশিক্ষণদের সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মো. আব্দুল বাছেত।

১টি মন্তব্য

Back to top button