গাইবান্ধাগাইবান্ধা সদর

গাইবান্ধায় যুব ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

‘আঁধার যতই ঘনিভূত হোক, সাহস রেখ বন্ধুগন, যুবশক্তির সম্মিলনে, নতুন ভোরের উদ্বোধন…’ এই স্লোগানে শনিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ যুব ইউনিয়ন গাইবান্ধা জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় শহরের ১ নম্বর রেলগেট এলাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কার্যালয় চত্বরে এই সম্মেলনের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক জহুরুল কাইয়ুম।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম জুয়েল।

সম্মেলনে ২৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হয়েছেন আহসান হাবীব প্লাবন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রানু সরকার।

সম্মেলনে বক্তারা বলেন, ‘দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন ও সাম্যবাদী সমাজ বিনির্মাণ করা ছিল মুক্তিযুদ্ধের আদর্শ। কিন্তু সেই আদর্শ থেকে আমরা অনেক দূরে অবস্থান করছি।’

বক্তারা বলেন, কার্যকর যুব আন্দোলনের মধ্য দিয়েই দেশের বর্তমান পরিস্থিতির পরিবর্তন ঘটাতে হবে। রাজনৈতিক-সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমেই কেবল বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।

সম্মেলনে বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান আহসান হাবীব প্লাবন, আহবায়ক রানু সরকার, আব্দুর রশিদ, আপন কুমার বর্মন, মিজান প্রমুখ।

এরআগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সুত্র: আমারজেলা ডট নিউজ

Back to top button