গাইবান্ধায় মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার প্রেস ব্রিফিং

স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে জাতীয়ভাবে সাড়ম্বরে স্বাধীনতার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হচ্ছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপনের নিমিত্তে গঠিত মন্ত্রিসভা কমিটি কর্তৃক ৫০ টি কর্মসূচি প্রধানমন্ত্রী কর্তৃক সানুগ্রহ অনুমোদিত রয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসন গাইবান্ধার তত্ত্বাবধানে আগামী ১৭ মার্চ হতে ২৩ মার্চ শহরের স্বাধীনতা প্রাঙ্গনে সপ্তাহব্যাপী গাইবান্ধা শহরের স্বাধীনতা প্রাঙ্গনে ” চেতনায় মুক্তিযুদ্ধ, আদর্শে বঙ্গবন্ধু নেতৃত্বে শেখ হাসিনা, এগিয়ে চলো বাংলাদেশ এই প্রতিপাদ্যকে লক্ষ্য রেখে ” মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা দেশব্যাপী অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ১৬ মার্চ বুধবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাদেকুর রহমান, এনডিসি এসএস ফয়েজ উদ্দিন, প্রেসক্লাব গাইবান্ধার উপদেষ্টা ও যুগান্তর পত্রিকার প্রতিনিধি গোবিন্দ লাল দাস, সভাপতি কে,এম রেজাউল হক, সাধারন সম্পাদক আবেদুর রহমান স্বপন, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, বৈশাখি টিভির প্রতিনিধি এস,এম বিপ্লব ইসলাম, ৭১ টিভির প্রতিনিধি শামীম আল সাম্য,এশিয়ান টিভির প্রতিনিধি মাসুম লুমেন, সাংবাদিক শাহজাহান সিরাজ সহ অনেকে। এখানে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এতে বলা হয় ১৭ মার্চ বৃহস্পতিবার গাইবান্ধার জেলা প্রশাসক অলিউর রহমানের সভাপতিত্বে মুক্তির উতসব ও সুবর্ণজয়ন্তী মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর ২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিণি এমপি। ৭ দিন ব্যাপী মেলায় জেলার সকল সরকারি, স্বায়ত্বশাসিত এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মেলায় মোট ৭৫ টি ষ্টল প্রদর্শিত রবে। মেলার উদ্বোধনি দিনে রয়েছে বিকাল ৪ টা ৩০ মিনিটে বর্ণাঢ্য র্যালি, বিকাল ৫ টায় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, বিকাল ৫,৪৫ মিনিটে ষ্টল পরিদর্শন, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে মুক্তিযুদ্ধ ভিত্তিক ও উন্নয়ন বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, সন্ধ্যা ৭ টায় শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরন করে মেলা সফল করতে সকলের অংশগ্রহণ এবং সহযোগিতা কামনা করেছেন।