গাইবান্ধায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন মেয়র মতলুবর

গাইবান্ধায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা পৌরসভার আয়োজনে পৌরসভা কার্যালয়ে শনিবার সকালে শিশুকে জাতীয় ভিটামিন “এ” প্লাস খাইয়ে ক্যাম্পেইন শুভ উদ্বোধন করেন পৌরসভার মেয়র মো: মতলুবর রহমান।
এতে বক্তব্য রাখেন গাইবান্ধা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও সদর এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: নাজমুস সাকিব, গাইবান্ধা জেলা নিউট্রিশন অফিসার রায়হানা ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: হাফিজুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র শহীদ আহম্মেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রহিম আকন্দ। এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহকারি সার্জন ডা: ওয়াসেক রহমান তালুকদার, পৌরসভার প্যানেল মেয়র এ,জেড এম মহিউদ্দিন রিজু, কাউন্সিলরদের মধ্যে মোছা: সাবিনা বেগম, মাহফুজা খানম মিতা, শেখ শাহিন সহ অনেকে।
১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর ৪ দিনব্যাপী টিকা ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
উল্লেখ্য, গাইবান্ধা পৌরসভার ৫৮টি কেন্দ্রে মোট ১০ হাজার ৪শ ৯০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ২শ ২৫ জন শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৯ হাজার ২শ ৬৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাউয়ানো হবে। ক্যাম্পেইনে ১শ ১৬ জন স্বেচ্ছাসেবী ও ১২ জন সুপারভাইজার কাজের দায়িত্বে রয়েছেন।