গাইবান্ধায় বিশ্ব শিশু দিবস পালিত

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (০৪ অক্টোবর) জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে সাতদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়। এবার দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি’।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদিকুর রহমানের সভাপতিত্বে ও এনডিসি এস.এম ফয়েজের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন, পুলিশ সুপারের প্রতিনিধি অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ মোল্লা, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাহমুদা বেগম পারুল, এসএম শাকিরাহ শরিয়ত শ্রেয়া, মোতাব্বের মাহিন প্রমুখ।
¬বক্তারা বলেন, ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের অধিকার ও সুরক্ষার জন্য আইন প্রণয়ন করেছিলেন। বঙ্গবন্ধু শিশুদের জন্য সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন।
জাতির ভবিষ্যৎ শিশুরাই উল্লেখ করে বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের জ্ঞান চর্চা ও প্রযুক্তিতে সমৃদ্ধ কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিশুদের উন্নয়ন ও বিকাশে সকলকে অধিকতর উদ্যোগী ও সচেতন হওয়ার আহবান জানান তারা।
আলোচনা শেষে শিশু দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।