গাইবান্ধাগাইবান্ধা সদর
গাইবান্ধায় বিশ্ব বসতি দিবস পালিত

‘নগরীর কর্মপন্থা প্রয়োগ করি, কার্বনমুক্ত বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধা জেলা প্রশাসন ও গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব বসতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) সকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে গাইবান্ধা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবিল আয়ামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদিকুর রহমান। এনডিসি এস.এম ফয়েজের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগের এসডি ইব্রাহিম খলিল, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন ও পৌর কাউন্সিলর মো. শহীদ আহমেদ প্রমুখ।