গাইবান্ধাগাইবান্ধা সদর

গাইবান্ধায় বিশ্ব বন্য প্রাণী দিবস উপলক্ষে এক বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজ (৩ মার্চ) বৃহস্পতিবার বিশ্ব বন্য প্রাণী দিবস ২০২২ ইং উপলক্ষ্যে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ-তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখা ও গাইবান্ধা সরকারি কলেজের প্রাণিবদ্যা বিভাগে উদ্যোগে এক বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভু-প্রকৃতিগত অবস্থানের কারণে বাংলাদেশ একটি জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশ। কিন্তু বিভিন্ন অসচেতনতামুলক কর্মকান্ডের কারণে বর্তমানে হারিয়ে যেতে বসেছে বিপুল সংখ্যক বন ও বন্যপ্রাণী। প্রাকৃতিক ভারসাম্য আজ হুমকির মুখে। মানুষের সচেতনাতাবোধ জাগ্রত করার জন্য ২০১৯ সাল থেকে তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার পথ চলা।

গাইবান্ধায় বিশ্ব বন্য প্রাণী দিবস উপলক্ষে এক বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

যার ধারাবাহিকতায় বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২২ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা সরকারি কলেজের সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এস. এম আশাদুল ইসলাম, উদ্ভিদ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জীবন কুমার সাহা, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান জনাব, মোঃ আব্দুর রশিদ এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন ড. আবু সালেহ মোঃ মুসা, বিভাগীয় প্রধান প্রাণিবিদ্যা বিভাগ, গাইবান্ধা সরকারি কলেজ।

গাইবান্ধায় বিশ্ব বন্য প্রাণী দিবস উপলক্ষে এক বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

এছাড়াও উপস্থিত ছিলেন, তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি জিসান মাহমুদ, সহ-সভাপতি(১) নাজমুল ইসলাম নিশিত, সহ-সভাপতি(২) মোঃ সোলায়মান সরকার, সাধারন সম্পাদক মোঃ মোশারফ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মোছাঃ জান্নাতুল মাওয়া, দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রহীম রাফি, কার্যকারি সদস্য শেখ ফরিদ আহমেদ, মোনতাকির রহমান , সাব্বির রহমান, সদস্য মোছাঃ আইরিন আক্তার সহ আরো আরও রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন তীর গাইবান্ধা শাখার কোষাধ্যক্ষ মোঃ জাহিদ রায়হান ও জান্নাতুল ফেরদৌস জেমী।

উল্লেখিত সারা বিশ্বব্যাপী বিপন্ন বন্যপ্রাণী রক্ষা করি প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি শ্লোগানকে সামনে রেখে এ বছর বিশ্ব প্রানী দিবস পালিত হচ্ছে।

Back to top button