গাইবান্ধাগাইবান্ধা সদর

গাইবান্ধায় বিশিষ্ট ব্যক্তিত্ব পার্থ দের স্মরণে নাগরিক মঞ্চের শোকসভা

গাইবান্ধার রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের ইতিহাস বিজড়িত মিলনকেন্দ্রের পাঁচু বাবুর চায়ের আড্ডার প্রাণ পুরুষ পার্থ দের স্মরণে নাগরিক শোকসভা শনিবার জেলা জাসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নাগরিক মঞ্চ, গাইবান্ধা এই নাগরিক শোকসভার আয়োজন করে।
গাইবান্ধায় বিশিষ্ট ব্যক্তিত্ব পার্থ দের স্মরণে নাগরিক মঞ্চের শোকসভা
নাগরিক মঞ্চের জ্যেষ্ঠ সদস্য ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে সদস্য সচিব অ্যাড. সিরাজুল ইসলাম বাবুর পরিচালনায় শোকসভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, গণফোরামের জেলা সভাপতি ময়নুল ইসলাম রাজা, জেলা সিপিবির সভাপতি মিহির ঘোষ ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জাসদ সভাপতি গোলাম মারুফ মনা ও সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, রাজনীতিক অ্যাড. শাহাদত হোসেন লাকু, ওমর ফারুক রুবেল, মমতাজুর রহমান বাবু, সাবেক পৌর প্যানেল মেয়র জিএম চৌধুরী মিঠু, সাম্যবাদী আন্দোলনের সদস্য সচিব মনজুর আলম মিঠু, বাসদ মার্কসবাদী কাজী আবু রাহেন শফিউল্যাহ, কবি দেবাশীষ দাশ দেবু, শিক্ষক কাজী জিয়াউল হাফিজ, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু, জাসদ ছাত্রলীগির ফিরোজ কবির রানা প্রমুখ।
এর আগে প্রয়াত পার্থ দের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।
Back to top button