গাইবান্ধাগাইবান্ধা সদর

গাইবান্ধায় ফ্রি অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা দিচ্ছে পুলিশ

গাইবান্ধায় করোনা রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা ও জরুরী অক্সিজেন সার্ভিস চালু করা হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার কার্যালয় চত্বরে এ সেবার উদ্বোধন করা হয়। শনিবার (৩১ জুলাই) সকালে এ সেবার উদ্বোধন করেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহারী, সদর থানার অফিসার ইনচার্জ মো. মাসুদার রহমান, টিআই প্রশাসন মো. নুর আলম সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, করোনা রোগীদের দ্রুত জরুরী সেবা অক্সিজেন সরবরাহ এবং রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে পৌছে দেয়ার ব্যবস্থা করবে জেলা পুলিশের নিবেদিত সদস্যরা। তিনি উল্লেখ করেন, এ জন্য পুলিশের দুটি নিজস্ব অ্যাম্বুলেস জরুরী সার্ভিস দেয়ার জন্য সার্বক্ষনিক প্রস্তুত থাকবে। তিনি পুলিশের এই জরুরী সহায়তা পেতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের ০১৩২০-১৩৩২৯৯ এই হটলাইনে যোগাযোগ করতে পরামর্শ দেন।

Back to top button