গাইবান্ধাগাইবান্ধা সদর

গাইবান্ধায় নিম্ন আয়ের ২ লাখ মানুষ পাবেন টিসিবি’র পণ্য

আসন্ন রমজান উপলক্ষে নিম্ন আয়ের ১ কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে গাইবান্ধার ২ লাখ ৯ হাজার ৯৫০ জন উপকারভোগী পাবেন টিসিবি’র পণ্যসামগ্রী।

শনিবার (১৯ মার্চ) গাইাবান্ধা জেলা প্রশাসনের আয়োজন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক অলিউর রহমান।

এতে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আসন্ন রমজান উপলক্ষে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সারা বাংলাদেশে এক কোটি উপকারভোগীদের মধ্যে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় করা হবে। ইতোমধ্যে উপজেলা যাচাই-বাছাই কমিটির উপকারভোগীদের তালিকা প্রণয়ন করা হয়েছে। উক্ত কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসন, গাইবান্ধা কর্তৃক প্রেরিত ক্যালেন্ডার অনুযায়ী গাইবান্ধা জেলার ৪টি পৌরসভাসহ ৭টি উপজেলায় ৩২ জন ডিলারের মাধ্যমে ২ লাখ ৯ হাজার ৯৫০ জন উপকারভোগীর মাঝে রবিবার থেকে নির্ধারিত স্থানে টিসিবি’র পণ্যসামগ্রী বিক্রয় করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ কার্যক্রমের অংশ হিসেবে রবিবার প্রাথমিকভাবে ৩০ জন ডিলার ১৪ হাজার ৭০৩ জন উপকারভোগীর মাঝে ৩০টি স্পটে নির্ধারিত হারে টিসিবি’র পণ্যসামগ্রী বিক্রয় করবে। নিম্ন আয়ের মানুষের মাঝে পণ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক অলিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু লাইস মো. ইলিয়াস, এনডিসি এমএ ফয়েজ আহম্মেদ, সহকারী কমিশনার মো. জুয়েল মিয়া, প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপনসহ অন্য গণমাধ্যম কর্মীরা।

Back to top button