গাইবান্ধায় দরিদ্র অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে আমৃত্যু খাবার বিতরণের উদ্বোধন

মানবিক সংগঠন ‘ক্ষুধা নিবারণের জন্য রোজা’ এর উদ্যোগে পরিবারের জন্য বিনামূল্যে আমৃত্যু খাবার বিতরণ প্রদানের কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা পৌরসভার মাস্টারপাড়াস্থ এলাকায় মঙ্গলবার দুপুরে দরিদ্র অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণের ৮তম নতুন স্থানের উদ্বোধন করা হয়।
১৮০টি পরিবারের মধ্যে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা রাফি ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলের খেলোয়াড় গাইবান্ধার কৃতি সন্তান নাইম ইসলাম, ড. সাইফুল ইসলাম, ইউসুফ খান সাগর সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে ওইসব পরিবারদেরকে খুঁজে বের করে তালিকার মাধ্যমে ছবি সম্বলিত দীর্ঘ মেয়াদী কার্ড দেয়া হয়। উক্ত কার্ড দিয়েই তাদেরকে সারাজীবন খাবার প্রদান করা হবে।
উল্লেখ্য, ওইসব পরিবার যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত বিনামূল্যে খাবার প্রদানসহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়া হবে। জামালপুর জেলার এই সংগঠনটি জামালপুর, গাইবান্ধা, শেরপুর, বগুড়া, সিলেট ও কুড়িগ্রামসহ ৬টি জেলায় উক্ত কর্মসূচি পালন করে আসছে। সংগঠনটি দীর্ঘ ৫ বছর ধরে এই কার্যক্রম পরিচালনা করছে।