গাইবান্ধাগাইবান্ধা সদর

গাইবান্ধায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

গাইবান্ধা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ মার্চ) সকালে স্থানীয় কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. অলিউর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আ.ব.ম আখতারুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ সারোয়ার কবীর, পৌর মেয়র মো. মতলুবর রহমান, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপনসহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সভায় এখন পর্যন্ত সদর উপজেলায় সেচ কমিটির সভা না হওয়ার কারণে বিভিন্ন এলাকায় কৃষকরা বিদ্যুৎ সংযোগ নিতে পারছে না কারণে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া ফায়ার সার্ভিসের সামনে থেকে হাসপাতাল সড়কের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আলোচনা করা হয় এবং জেলায় পটাশ সারের ঘাটতি পূরণের জন্য কৃষি বিভাগকে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়।

সভায় গণপূর্ত, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, সড়ক ও জনপদ বিভাগসহ বিভিন্ন বিভাগীয় উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে পর্যালোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হয়। সভায় জেলা পর্যায়ে সকল বিভাগীয় কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Back to top button