গাইবান্ধা
গাইবান্ধায় জিইউকে-সিডস্-প্রকল্পে ফলজ গাছের চারা বিতরণ

গাইবান্ধায় দরিদ্র পরিবারের নারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের ফলজ চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) গাইবান্ধা সদর, ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলার দাতা সংস্থা স্ট্রমী ফাউন্ডেশন এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর সিডস্ প্রকল্পের মাধ্যমে ২ হাজার ৫শ সেলফ রেলিয়েন্স গ্রুপ (এসআরসি) মাঝে পুষ্টি ও খাদ্য চাহিদা পুরণ এবং বাড়তি আয় উপার্জনের লক্ষ্যে বিনামূল্যে ৫টি করে ১২ হাজার ৫শ, কলমকৃত আম্রপালি আম, থাই পেয়ারা, দেশি লেবু, জলপাই ও হাইব্রিড পেঁপে চারা বিতরণ করা হয়। এসময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, ডব্লিউসির, এসআরজি সদস্য, সংলাপ সেন্টারের এ্যানিমেটর, শিক্ষক ও জিইউকে সিডস প্রকল্পের কর্মীগণ উপস্থিত ছিলেন।