গাইবান্ধাগাইবান্ধা সদর

গাইবান্ধায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বর্ণাঢ্য শোভাযাত্রা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভার মধ্য দিয়ে গাইবান্ধায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা এগারোটায় গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়।

‘মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ প্রতিপাদ্য বিষয় নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেন, ‘স্থানীয় যেকোনো উন্নয়নে সাধারণ জনগণের সম্পৃক্ততা, সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়নের ফলে দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা আসবে। জাতীয় ও স্থানীয় সংগঠনগুলো আরো জোরালোভাবে দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করতে পারবে।’

গাইবান্ধায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ সারোয়ার কবির, সহকারি পুলিশ সুপার উদয় কুমার সাহা, পৌরসভার প্যানেল মেয়র মো. শহীদ আহম্মেদ, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক প্রমুখ।

গাইবান্ধায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

আলোচনা শেষে গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ায় অংশ নেন। এরআগে কর্মসূচির অংশ হিসেবে সকালে শহরের স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইসলামিয়া হাইস্কুল মাঠে এসে শেষ হয়।

Back to top button