গাইবান্ধাগাইবান্ধা সদর

গাইবান্ধায় ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

গাইবান্ধা জেলা ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে পৌর শহিদ মিনারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি মো. মাজহারুল ইসলাম মিরাজ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। দেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে এগোচ্ছে ঠিক তখনই দেশবিরোধী বিএনপি-জামায়াত জোট নানা ধরণের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যুদ্ধাপরাধীদের মদদপুষ্ট বিএনপি-জামায়াত-হেফাজতের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে বাংলাদেশ ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাহিত্য বিষয়ক উপ-সম্পাদক সর্দার মো. আরিফুল ইসলাম।

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আসিফ সরকারের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা যুবলীগ সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন, স্বেচ্ছাসেবকলীগ জেলা সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ রঞ্জু প্রমুখ। সভায় জেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভাটি পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন।

Back to top button