গাইবান্ধায় চালের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়

গাইবান্ধা জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের উদ্যোগে চালের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে চালকল মালিক, আড়তদার ও খাদ্য ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক, কৃষি বিভাগের উপ-পরিচালক বেলাল হোসেন, গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন, জেলা চালকল মালিক সমিতির সভাপতি নাজির হোসেন প্রধান, সহ-সভাপতি শফিকুল ইসলাম রাজু, নজরুল ইসলাম, আমজাদ হোসেন, রেজাউল হক রেজা, আমিনুজ্জামান মৃধা, দিলীপ কুমার সরকার, সোলাইমান আলীসহ খাদ্য বিভাগীয় কর্মকর্তা, জেলা ও উপজেলা চালকল মালিক সমিতি ও খাদ্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সভায় জেলা প্রশাসক বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাজার স্থিতিশীল রাখা হবে। মনিটরিং ব্যবস্থার মাধ্যমে ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য সহজীকরণ ও সম্প্রসারণের জন্য লাইসেন্স প্রদান করা হবে। অবৈধভাবে চালসহ খাদ্য শস্যের মজুদ গড়ে তোলা যাবে না। যারা অধিক মুনাফার আশায় কৃত্রিম সংকট তৈরী করবে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।