গাইবান্ধাগাইবান্ধা সদর
গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় করোনায় আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ২০

গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় শনিবার (৩১ জুলাই) করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত তৌহিদুল ইসলামের (৭০) বাড়ি পলাশবাড়ি উপজেলায়।
এছাড়া জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২০ জন। এরমধ্যে গোবিন্দগঞ্জে ৩, সদরে ১, ফুলছড়িতে ২, সুন্দরগঞ্জে ৮, সাঘাটায় ১, পলাশবাড়ীতে ২ ও সাদুল্লাপুর উপজেলায় ৩ জন রয়েছেন।
এদিকে জেলায় সর্বমোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮০০ জন। এরমধ্যে ৩৫ জন মারা গেছে।
এছাড়া জেলায় করোনায় শনাক্ত ৩ হাজার ৮০০ জনের মধ্যে ২ হাজার ৬৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সিভিল সার্জন কার্যালয় সুত্রে এসব তথ্য জানা গেছে।