গাইবান্ধাগোবিন্দগঞ্জ

গাইবান্ধায় কয়েল কারখানা ও ফিলিং স্টেশনে জরিমানা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মশার কয়েল কারখানা ও ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে বিএসটিআইয়ের দল। এসময় ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায়সহ ২০০ কার্টুন মশার কয়েল ধবংস করা হয়।

বুধবার (২৬ অক্টোবর) গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) এসএম আব্দুল্লাহ- বিন- শফিক এই অভিযানের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

জানা যায়, অবৈধভাবে মানচিহ্ন ব্যাবহার করার অপরাধে গোবিন্দগঞ্জের দিঘীরহাটের ফারকো কেমিক্যাল (ব্রান্ড-ফারকো) কে ১ লাখ টাকা জরিমানসহ ২০০ কার্টুন মশার কয়েল ধবংস করা হয়। এছাড়া দিনাজপুর রোডের গোবিন্দগঞ্জস্থ মৌসুমি ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার পেট্রোল ইউনিটে পরিমাপে ৯০ মিলি কম প্রদান করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের প্রসিকিউটর দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার (সিএম) আলমাস মিয়া, পরিদর্শক ( মেট) প্রমুখ উপস্থিত ছিলেন।

Back to top button