গাইবান্ধাগাইবান্ধা সদর

গাইবান্ধায় কর্মহীন ৭শ’ পরিবহন শ্রমিক পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে করোনা প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া ৭শ’ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে মানবিক সহায়তার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।রোববার (১ আগস্ট) বিকেলে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে জেলা প্রশাসক মো. আবদুল মতিন এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রাফিউল আলম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইদ্রিস আলী ভূইয়াসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ ছাড়াও সাংবাদিক, জেলা বাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Back to top button