গাইবান্ধায় করোনার টিকা নিলেন ১৪ লাখ ৫১ হাজারের বেশি মানুষ

করোনাভাইরাস মোকাবিলায় চলমান কোভিড-১৯ টিকাদান কর্মসূচিতে গাইবান্ধায় এ পর্যন্ত চৌদ্দ লাখ ৫১ হাজারের বেশি মানুষ টিকা গ্রহণ করেছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলার মোট জনসংখ্যা হিসেবে যা ৫১.৬৪ ভাগ।
গাইবান্ধা সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, গত বছরের ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনাভাইরাস প্রতিরোধী কোভিড-১৯ টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে গাইবান্ধায় গত মঙ্গলবার (২৫ জানুয়ারি) পর্যন্ত মোট টিকা নিয়েছেন ১৪ লাখ ৫১ হাজার ৩৩৮ জন।
সূত্র জানায়, জেলায় টিকা কার্যক্রম শুরুর পর টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৪ লাখ ৫১ হাজার ৩৩৮ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭ লাখ ৭৪ হাজার ৬৫৯ জন এবং তৃতীয় দফায় বুস্টার ডোজ নিয়েছেন ১১ হাজার ৮৭৫ জন। প্রথম ডোজ নেওয়াদের মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থী রয়েছে ২ লাখ ২২ হাজার ৭৬৯ জন। দ্বিতীয় ডোজ নেওয়াদের মধ্যে শিক্ষার্থী রয়েছে ৬ হাজার ৯৪২ জন।
গত বছরের ২৭ জানুয়ারি দেশে করোনা প্রতিরোধে টিকাদান কর্মসূচি উদ্বোধনের পর ৭ ফেব্রুয়ারি থেকে জেলায় জেলায় কোভিড-১৯ টিকাদান কর্মসূচি শুরু হয়। সেদিন থেকে গত মঙ্গলবার (২৫ জানুয়ারি) পর্যন্ত জেলার সদর উপজেলায় টিকা গ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯৩ হাজার ৭৯০ জনে। তাদের মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থী রয়েছে ৪৯ হাজার ১৪৬ জন। এ পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলায় টিকা নিয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৪৪৯ জন। এরমধ্যে শিক্ষার্থী ৩৯ হাজার ৭৮৬ জন। ফুলছড়ি উপজেলায় ৯৬ হাজার ১৩৬ জন নারী-পুরুষ এবং ১০ হাজার ৪৪০ জন শিক্ষার্থী টিকা নেন। সাঘাটায় টিকা নেন ১ লাখ ৪৯ হাজার ৯৪৭ জন এরমধ্যে শিক্ষার্থী রয়েছে ২৫ হাজার ২৯০ জন। গোবিন্দগঞ্জ উপজেলায় টিকার আওতায় এসেছেন ৩ লাখ ৩১ হাজার ৮৬০ জন। এরমধ্যে ৪৯ হাজার ৫৮৪ জন শিক্ষার্থী। পলাশবাড়ীতে টিকা নিয়েছেন ১ লাখ ১৮ হাজার ৭০৫ জন এরমধ্যে শিক্ষার্থী রয়েছে ২৩ হাজার ৭৭৯ জন। এছাড়া সাদুল্লাপুর উপজেলায় ১ লাখ ৭৬ হাজার ৪৫১ জন নারী-পুরুষ এবং ২৪ হাজার ৭৪৪ জন স্কুল-কলেজের শিক্ষার্থী টিকা গ্রহণ করে।
করোনাভাইরাস মোকাবিলায় চলমান টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে সবাইকে করোনা টিকা গ্রহণের আহ্বান জানিয়ে সিভিল সার্জন ডা. আ.খ.ম. আখতারুজ্জামান বলেন, জেলার জনসংখ্যা ২৮ লাখ ১০ হাজার ৭২৯ জনের বিপরীতে টিকাদান কর্মসূচির আওতায় এসেছেন ৫১.৬৪ ভাগ মানুষ। টিকা গ্রহণের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে অনেক সচেতনতা এসেছে। জেলা হাসপাতালসহ জেলার অন্যান্য টিকাদান কেন্দ্রগুলোতে প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ টিকা গ্রহণ করছেন। এই টিকার মাধ্যমেই বাংলাদেশ করোনমুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সুত্র: আমারজেলা ডট নিউজ
“সৃজনশীল গাইবান্ধা”র ফেসবুক ক্লিক করুন
“সৃজনশীল গাইবান্ধা”র ইউটিউব ক্লিক করুন
[গাইবান্ধা জেলার যেকোন নিউজ, ফিচার, ঘটনা পাঠান সৃজনশীল গাইবান্ধা এর মেইলে creativegaibandha@gmail.com]