গাইবান্ধায় এনসিটিএফ সদস্যদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা

জাতীয় পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
আজ ২১ সেপ্টেম্বর, মঙ্গলবার সকালে সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি গাইবান্ধা কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন শিশু একাডেমির লাইব্রেরিয়ান মোছা. রেবেকা পারভীন।
প্রশিক্ষণ কর্মশালায় শিশুদের দক্ষতা উন্নয়নে জাতিসংঘ শিশু অধিকার সনদ, শিশু আইন, এনসিটিএফ অপারেশন, লিডারশীপ, লাইফস্কীল ও শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং বিষয়ে হাতে-কলমে ধারনা প্রদান করা হয়। এছাড়াও প্রশিক্ষণ শেষে জেলার দায়িত্ববাহকদের সাথে শিশুদের মতবিনিময় সভার বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ফ্যাসিলিটেটর হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন সেভ দ্য চিলড্রেন এর জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ তুষার।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন এনসিটিএফ গাইবান্ধা জেলা কমিটির সভাপতি কে.এইচ. খান রোহান, সাধারণ সম্পাদক তাওফিক ওমর হিমন, সাংগঠনিক সম্পাদক অনিক বর্মন, শিশু সাংবাদিক আতিকুর রহমান, শিশু গবেষক রাজিয়া আক্তার রশনী, কার্যনির্বাহী সদস্য আনাস আহম্মেদ সাদ, মহিউল ইসলাম, সৈয়দা সামিয়া জাহান, নুসরাত জামান লামিয়া, জান্নাতুল ফেরদৌস আঁখি, মোছাঃ যুথি আক্তার, রাকিব আহমেদ শুভ প্রমুখ।