গাইবান্ধাগাইবান্ধা সদর

গাইবান্ধায় এনসিটিএফ এর নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

গত ২৭ নভেম্বর, শনিবার বিকেলে জাতীয় পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কার্যনির্বাহী কমিটির নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

ভার্চুয়াল প্লাটফর্ম গুগল মিটে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এনসিটিএফ গাইবান্ধা জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক কে.এইচ. খান রোহান।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যগণ নিজ নিন বাসায় থেকে উক্ত সভায় অংশগ্রহণ করেন। সেভ দ্য চিলড্রেন এর জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ তুষার এর সঞ্চালনায় সভায় সভাপতি উপস্থিত সকল সদস্যগণকে শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন।

সভায় বর্তমান পরিস্থিতিতে সুরক্ষিত থাকতে সকল সদস্যগণ ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য বিধি মনে চলা ও জরুরী প্রয়োজনে ঘরের বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করার জন্য সকলকে অনুরোধ জানানো হয়। এছাড়াও সভায় জেলার শিশু অধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা ও পরবর্তী করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় গত মাসের মাসিক সভার রেজুলেশন পাঠ করে শুনানো হয়। কোনরূপ সংশোধনী না থাকায় সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করা হয়। এছাড়াও গত মাসের কর্মসূচির সাফল্য ও সমস্যা চিহ্নিত করে তা সমাধানের সুপারিশ করে সদস্যবৃন্দ।

সভায় উপস্থিত সকল সদস্যগণের মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত সমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো-

১. গাইবান্ধা সরকারি শিশু পরিবার বালক ও বালিকায় শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং ও এ্যাডভোকেসি।

২. জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এনসিটিএফ এর কার্যক্রম পরিচালনা বিষয়ে জেলা শিক্ষা অফিসার এর সাথে সাক্ষাৎ ও আলোচনা।

৩. গাইবান্ধা পৌরসভায় ঝুকিপূর্ণ শ্রমে নিয়োজিত শিশুর তালিকা তৈরিতে তথ্য সংগ্রহ কর্মসূচি।

এর আগামী ০২ ডিসেম্বর সকালে শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং কার্যক্রম ও জেলা শিক্ষা অফিসার এর সাথে সাক্ষাৎ কার্যক্রম ও আগামী ০৫ ডিসেম্বর হতে ২৫ ডিসেম্বরের মধ্যে শ্রমজীবী শিশুর তালিকা তৈরির কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিটিএফ এর যুগ্ম সাধারণ সম্পাদক লামিয়া, সাংগঠনিক সম্পাদক অনিক বর্মণ, শিশু গবেষক মহিউল ইসলাম, রাজিয়া আক্তার রশনী, শিশু সাংবাদিক শেখ আনাস আহমেদ, সাফা মারিয়া অর্পা, শিশু সংসদ সদস্য রিফাইত হোসেন বিদ্রোহ, তাওফিকা নিহা, কার্যনিবাহী সদস্য আসফিকুর রহমান প্রমুখ।

Back to top button