গাইবান্ধায় আলোকিত মালিবাড়ী আয়োজনে বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত

“মানবিক ও সামাজিক কল্যাণ, সেবার প্রত্যয়ে আমরা অঙ্গীকারবদ্ধ এই স্লোগানকে বুকে ধারন করে। মরহুম আব্দুর রউফ সাজু মিয়া স্মৃতি স্মরণে আলোকিত মালিবাড়ীর আয়োজনে ও দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতাল, দর্শনা, রংপুর এর পরিচালনায় গাইবান্ধা সদর উপজেলার ২ নং মালিবাড়ী ইউনিয়নের আল ওয়াহেদী হাসনা শিশু নিকেতনে গত ১২ ই ডিসেম্বর ২০২১ ইং, রবিবার সকাল ১১ ঘটিকা থেকে বিরতিহীন দুপুর ৩ টা পর্যন্ত দুস্থ অসহায় গরীব ৫০০ জন রোগীর চিকিৎসা পরামর্শ ও অপারেশনের জন্য বাছাই করা হয়।
উক্ত সহ গাইবান্ধা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও সভাপতি বাংলাদেশ আওয়ামী মৎস্য জীবীলীগ গাইবান্ধা জনাব মোঃ নূর-এ হাবিব টিটন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জনাব মোঃ ওয়াহেদুজ্জামান সবুজ প্রতিষ্ঠাতা সভাপতি, আলোকিত মালিবাড়ী ফাউন্ডেশন, জনাব আব্দুল হক প্রামানিক সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা সদর উপজেলা শাখা, মোঃ রফিকুল ইসলাম কিনা মন্ডল নব নির্বাচিত সদস্য ৭ নং ওয়ার্ড ২নং মালিবাড়ী, মোঃ হারুনুর রশিদ তিতু সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখা, মোঃ মশিউর রহমান মিশকাত, মো: মেহেদী হাসান সদস্য আলোকিত মালিবাড়ি ফাউন্ডেশন, মো হারুনুর রশিদ সদস্য আলোকিত মালিবাড়ী ফাউন্ডেশন সহ আলোকিত মালিবাড়ী ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।