গাইবান্ধায় আগামী ২৪-২৭ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল ভিলেজ বইমেলা

বিগত বছরের মতাে এবারেও গাইবান্ধা সদরের অন্তর্গত ৫নং বমঝাড় ইউনিয়নের তুলসীঘাট শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার আয়োজনে রিদম অব গ্লোবাল ভিলেজ এর সহযোগিতায় আগামী ২৪ মার্চ হতে ২৭ মার্চ ২০২২ খ্রি. পর্যন্ত ৪ দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল ভিলেজ বইমেলা ২০২২।
যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা, বহু মতের বৈষম্যের পরিবেশে ভ্রাতৃত্ববােধের সৃষ্টি এবং ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় শিল্প সাহিত্য ও সংস্কৃতির সুস্থ চর্চার প্রত্যয়। নিয়ে গত বছর যাত্রা শুরু করে এ বই মেলা। যেখানে জ্ঞানের আলােয় আলােকিত হবে প্রতিটি হৃদয়।
নতুন প্রজননার সাহিত্য ভাবনাকে মাথায় নিয়ে আলােকিত মানুষ গড়ার লক্ষ্যে তাই বইমেলার আয়োজনের ব্রতী হয়েছি। যা মেধা বিকাশে সৃজনশীল মানুষ গঠনে ভূমিকা রাখবে এবং অনেকে হাতের কাছে পাবে নতুন নতুন। বই। ইচ্ছা থাকলেও যারা হাজারাে বিড়ম্বনায় ঢাকার বইমেলায় অংশগ্রহন করতে পারেন। আমরা শুদ্ধ বাংলার চর্চাকে সর্বত্র ছড়িয়ে দিতে বইমেলাটিকে চলমান রাখতে চায় বই মেলা আয়োজন কমিটি।
বই মেলার স্টলের জন্য ক্লিক করুন ।
যোগাযোগ- বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার, তুলসীঘাট, গাইবান্ধা সদর গাইবান্ধা। মোবাইল নংঃ ০১৭৮৬-৪৭৪৭৮০