গাইবান্ধাগাইবান্ধা সদর
গাইবান্ধায় আইন-শৃঙ্খলা বাহিনীর ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

গাইবান্ধা জেলার ২য় ধাপে সদর উপজেলার ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন/২০২১ উপলক্ষে জেলা পুলিশ লাইন্স মাঠে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।উক্ত প্যারেডে পুলিশ সদস্যের পাশাপাশি আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।
জেলার ভারপ্রাপ্ত আনসার কমান্ডার, জেলা নির্বাচন অফিসার ও অত্র জেলার সুযোগ্য সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম মহোদয় উক্ত প্যারেডে ব্রিফিংপ্রদান করেন।এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মহোদয় নির্বাচনী দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।