গাইবান্ধাগোবিন্দগঞ্জ

গাইবান্ধায় অবৈধ ইটের ভাটায় ভ্রাম্যমান আদলতে ৩৬ লক্ষ টাকা জরিমানা

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে অবৈধ ছয়টি ইটভাটায় (মোবাইল কোর্ট) ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ অভিযানে ৩৬ লক্ষ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব মাহমুদ মিঠুন এর নেতৃত্বে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সার্বিক সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। ১৬ ফেব্রয়ারী বুধবার দুপুর হতে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত অবৈধ ইটভাটা বন্ধে কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন করায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসক কর্তৃক অনুমোদন না থাকায় ৫ ইটভাটা থেকে ৩৬ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়। যে সকল ইটের ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে তারা হলেন আজাত মিয়া,আঙ্গুর হোসেন,বুলু মিয়া, শাহ- আলম ও সাদ্দাত হোসেন।এছাড়াও ফায়ার সার্ভিসের সহায়তায় তিনটি ইটভাটা আংশিক ভেঙ্গে দেয়া ও ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে ভাটা না চালানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এ অভিযানে এস,এম,বিক্সিস্ পোঃ মোঃ শাহাজাহান আলীর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানা যায়।এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, সহকারী পরিচালক মোঃ রাইহান হোসেন, গাইবান্ধা জেলা ফায়ার সার্ভিস ডিফেন্স এর উপ-সহকারি পরিচালক মোঃ এনামুল হকের নেতৃত্বে এক টিম।

উল্লেখ্য, গাইবান্ধা জেলায় ভোক্তাধিকার ও পরিবেশ আইন লংঙ্ঘন করে অবৈধভাবে দেড় শতাধিক ইটভাটা চলমান রয়েছে এতে জেলার আবাদি জমির ফসল ও প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে পড়েছে। বিধায় অবৈধ ইটভাটা গুলো বন্ধে অভিযান জোড়ালো ভাবে পরিচালনার দাবী জানান সচেতন মহল।

Back to top button