গাইবান্ধায় অঙ্কন শিল্পী শিব প্রসাদ শিবু স্মরণে শোকসভা

গাইবান্ধার বিশিষ্ট অঙ্কন শিল্পী, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের প্রিয় মানুষ শিব প্রসাদ সিংহ শিবু স্মরণে গতকাল বুধবার এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
নাগরিক সংগঠন গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদ গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) মিলনায়তনে এ সভার আয়োজন করে। শোকসভায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রয়াত শিব প্রসাদ সিংহ শিবুর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।সংগ্রাম পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাড. মোস্তফা মনিরুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ন্যাপ পলিট ব্যুরো সদস্য লুৎফর রহমান র›জু, গণফোরাম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, সিপিবির সাবেক জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, উদীচী জেলা সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, বাচিকশিল্পী দেবাশীষ দাশ দেবু, নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সাধারণ স¤পাদক দেবাশিস দাস দিপু, সাম্যবাদী আন্দোলন জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী, বাসদ (মার্কসবাদী) জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, প্রয়াত শিব প্রসাদ সিংহ শিবুর স্বজন মদন কুমার প্রসাদ, রমা দত্ত প্রমুখ।
বক্তারা বলেন, গাইবান্ধার সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে শিব প্রসাদ সিংহ শিবু অনন্য একজন ব্যক্তিত্ব। জেলার বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে তিনি তাঁর অঙ্কন শৈলী দিয়ে অগ্রণী ভ‚মিকা পালন করেছেন। উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি গাইবান্ধা শহরের কলেজ হোস্টেল রোডের নিজ বাসায় শিব প্রসাদ সিংহ শিবু পরলোক গমন করেন।