গাইবান্ধাগাইবান্ধা সদরসাঘাটা

গাইবান্ধার সাদিকা জাতীয় পর্যায়ে আইসিটি অ্যাওয়ার্ড পেলেন

সচেতনতামুলক কার্যক্রমে অভূতপূর্ব সফলতার জন্য গাইবান্ধার জেলার সাঘাটা উপজেলার ভরতখালীর মেয়ে মােছা. ফারহানা সাদিকা ঢাকার আইসিটি অডিটরিয়াম থেকে গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২২ তারিখে আইসিটি প্রতিমন্ত্রি জুনায়েদ আহমেদ পলক এমপি’র নিকট থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

সারা বাংলাদেশে মােট ৯ জন এই অ্যাওয়ার্ড পান এবং রংপুর বিভাগে একমাত্র সাদিকাই এই অ্যাওয়ার্ড লাভ করেন। সাদিকা গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পাস করার পর ২০২১ সালে শহরের এসকেএস স্কুল এ্যান্ড কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে পাস করেছেন।

গাইবান্ধার সাদিকা জাতীয় পর্যায়ে আইসিটি অ্যাওয়ার্ড পেলেন

সাদিকা ক্লাস নাইন থেকে আইসিটি বিষয়ক কার্যক্রম এর সাথে যুক্ত থেকে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন। ২০১৭ সালে কিশোর বাতায়ন আয়োজিত “আমার জেলা , আমার অহংকার ” প্রতিযোগিতায় হয়েছেন ডিজিটাল কন্টেন্ট বিজয়ী। সাদিকা ফুলবন্ধু কুইজ প্রতিযোগিতায় লিডারবোর্ডে ( শীর্ষ ১০০ এ ) মনোনীত হয়েছেন। গাইবান্ধার সাদিকা জাতীয় পর্যায়ে ইতােমধ্যে এই সমস্ত বিষয়ের ওপর গাইবান্ধা জেলায় আমার জেলা আমার অহংকার এর ওপর জেলা প্রশাসক কর্তৃক বেশ কয়েকবার পুরস্কৃত হন।

বাংলাদেশ সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) আইসিটি বিভাগের সাথে সম্পৃক্ত। এটুআই কিশাের পাতা। যা কিশাের বাতায়ন নামে পরিচিত। সাদিকার বাবা গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বােনারপাড়া সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল।

Back to top button