গাইবান্ধাগাইবান্ধা সদর

গাইবান্ধার শিশুদের নিয়ে বই লেখার ঘোষণা দিলেন ইমদাদুল হক মিলন

আগামী বই মেলা-২০২২ এ বড়দের পাশাপাশি ছোটদের তিনটি বই প্রকাশের ঘোষণা দিলেন নন্দিত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। এই তিনটি বইয়ের মধ্যে গাইবান্ধার শিশুদের নিয়ে লেখা হবে একটি বই। শনিবার (০৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় কমিউনিটি রেডিও সারাবেলার মিটিংরুমে সারাবেলা চাইল্ড ক্লাব আয়োজিত শিশু-আড্ডায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যেউপস্থিত শিশুদের কাছে এ প্রতিশ্রুতি দেন তিনি।

সারাবেলার সিনিয়র স্টেশন ম্যানেজার মাহফুজ ফারুকের সভাপতিত্বে এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন দৈনিক কালের কন্ঠের সাব-এডিটর জাকারিয়া জামান ও গাইবান্ধা জেলা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন।

চাইল্ড ক্লাবের সদস্য সচিব ইফতি হাসান অদিতার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্যে দেন ক্লাবের সাবেকআহ্বায়কআহমেদ ফররুখ। এতে উপস্থিত ছিলেন সারাবেলা চাইল্ড ক্লাবের সদস্যরা ছাড়াও বইপুর পড়ুয়া ক্লাবের সদস্যরা।

শিশু-কিশোরদের উদ্দেশ্যে ইমদাদুল হক মিলন বলেন, আমি ছোটদের জন্য অন্তত এক’শ গল্প লিখেছি। নিয়মিতই আমি ছোটদের লেখালিখতে পছন্দ করি। সুতরাং ছোটদের চাওয়া পাওয়া ভালো লাগা তাদের মনোজগৎ আমাকে খুব আকৃষ্ট করে। এ সময় আগামী বই মেলায় গাইবান্ধার শিশুদের নিয়ে বই লেখারও প্রতিশ্রুতি দেন নন্দিত এই কথাসাহিত্যিক।

এরপর মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইমদাদুল হক মিলন।

Back to top button